English, asked by sumitabsrgmailcom, 2 months ago


নারীর প্রাণের প্রেম মধুর কোমল,
বিকশিত যৌবনের বসন্ত সমীরে
কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,
সৌরভ সুধায় করে পরান পাগল।
মরমের কোমলতা তরঙ্গ তরল
উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে।
কী যেন বাঁশির ডাকে জগতের প্রেমে
বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,
সহসা আলােতে এসে গেছে যেন থেমে--
শরমে মরিতে চায় অঞ্চল-আড়ালে।
প্রেমের সংগীত যেন বিকশিয়া রয়,
উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে।
হেরাে গাে কমলাসন জননী লক্ষ্মীর--
হেরাে নারীহৃদয়ের পবিত্র মন্দির।​

Answers

Answered by panchalved179
0

Answer:

I can't understand whether it,s which language??

Answered by msuranjana842
2

Answer:

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'স্তন' নামক কবিতা ৷

Similar questions