দিগন্তরেখা কাকে বলে
Answers
Answer:
দিগন্ত বা দিকচক্রবাল বলতে সাধারণ দৃষ্টিতে পৃথিবী ও আকাশের সীমারেখাটিকে বোঝায়। অধিকাংশ স্থানে প্রকৃত দিগন্তরেখাটি গাছপালা, বাড়িঘর ইত্যাদির দ্বারা দৃষ্টিসীমার বাইরে থেকে যায়। এই সমস্ত ক্ষেত্রে গাছপালা ইত্যাদির দ্বারা চিহ্নিত পৃথিবী ও আকাশের দৃশ্যমান ভেদরেখাটিকে বলা হয় "দৃশ্যমান দিগন্ত"।
Explanation:
hope it's help you
please mark me as a brain list
Answer:
দিগন্ত বা দিকচক্রবাল বলতে সাধারণ দৃষ্টিতে পৃথিবী ও আকাশের সীমারেখাটিকে বোঝায়। অধিকাংশ স্থানে প্রকৃত দিগন্তরেখাটি গাছপালা, বাড়িঘর ইত্যাদির দ্বারা দৃষ্টির বাইরে থেকে যায়। এই সব ক্ষেত্রে গাছপালা ইত্যাদির দ্বারা চিহ্নিত পৃথিবী ও আকাশের দৃশ্যমান ভেদরেখাটিকে বলা হয় "দৃশ্যমান দিগন্ত"।
দূরে কোন সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের অর্থাৎ কোনো নিদৃষ্ট একটি স্থান থেকে লক্ষ করলে মনে হয়, আকাশটা যেন ক্রমশ নিচু হয়ে বৃত্তাকার ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠের সাথে মিলে গেছে, যে রেখা বরাবর আকাশটা ভূমি পৃষ্টোতে মিশেছে বলে মনে হয়। এই আপাতভাবে মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বা horizon বলে।
ভূমিপৃষ্ট থেকে যত উপরে যাওয়া যায় দিগন্তরেখা পরিধি ততই বাড়তে থাকে। এই একিরকম ঘটনা পৃথিবীর উপগ্রহের সাথেও ঘটে থাকে। উপগ্রহটি যত উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই উপগ্রহের দ্বারা পৃথিবীপৃষ্ঠের ততবেশি অংশ দেখা যায়। কিন্তু তা অর্ধেকের বেশি কখনই নয়। মহাকাশ থেকে তোলা ছবিতে আমরা পৃথিবীর অর্ধেক অংশই দেখতে পাই।
দিগন্ত শব্দটি এসেছে সংস্কৃত दिगन्त (দিগন্ত=দিক্+অন্ত অর্থাৎ দিকের শেষ) থেকে।
#SPJ2