১। বাদলপুর গ্রামের চয়নিকার স্বপ্ন সফল নারী উদ্যোক্ত হবেন। সে তার প্রশিক্ষণকে কাজে
লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ যেমন- নকশী কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে
বিক্রি করেন। তাঁর কাজের দক্ষতা দেখে ঐ এলাকার মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান
করে। চয়নিকা ১২ জন নারীকে সেই বিষয় প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে “সেলাই
কাজ” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তােলেন। বর্তমানে বাদলপুর গ্রাম ও আশপাশের
এলাকায় চয়নিকার কাজের সবাই প্রশংসা করে ।
ক, সম্পদ কী ?
খ, সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বােঝায় ?
গ. কোন সম্পদের প্রভাব চয়নিকার মধ্যে লক্ষ করা যায়- ব্যাখ্যা কর।
ঘ. দুই রকম সম্পদের সমন্বয়ে চয়নিকার স্বপ্নপূরণ সম্ভব হয়েছে- যুক্তি সহকারে বর্ণনা কর।
Answers
Answered by
0
Answer:
এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র
Similar questions