Geography, asked by subhadipb71, 3 months ago

বরফ যুক্ত পর্বত চুড়া কে কি বলে?​

Answers

Answered by aparnabasak30
0

Answer:

বরফ যুক্ত পর্বত চুড়াকে গ্লেসিয়ার বলে। সূর্যের তাপে এই বরফ গুলো জলে পরিণত হয়ে নদীতে নেমে আসে আর সেখান থেকেই আমরা পাই খাবার জল। কিন্তু পৃথিবীর তাপমান দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে সেই জন্য এই গ্লেসিয়ার সেই তাপে খুবই দ্রুত গতিতে জলে পরিণত হয়ে যাচ্ছে ।এবং মিলে যাচ্ছে সমুদ্রের জলে। আর খাবারযোগ্য থাকছে না , একদিন এমন আসবে আমরা খাবার জলের সমস্যা কিছুতেই সমাধান করতে পারব না আর যত লুলিয়া সেটা সমুদ্রের জলে ডুবে যাবে। তাই বাতাবরণের রক্ষা করুন। পলিউশন কম করুন যাতে আমরা পৃথিবী কে বাঁচাতে পারি।

Similar questions