মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ।
১ম সেমিস্টার পরীক্ষা ২০২১ইং
নবম শ্রেণি
বিষয় : বিজ্ঞান (সৃজনশীল)
বিষয় কোড ঃ ১২৭
: ২ ঘণ্টা ৩০ মিনিট
[বিশেষ দ্রষ্টব্যঃ প্রদত্ত উদ্দীপকগুলাে মনোেযােগ সহকারে পড় এবং যে কোনাে ৭টি প্রশ্নের উত্তর দাও।
নচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নেগুলাের উত্তর দাও:
রক্ত কণিকা
পূর্ণমান :
V
লােহিত কণিকা
শ্বেত কণিকা
অণুচক্রিকা
) হিমােগ্লোবিনের রক্তে স্বাভাবিক মাত্রা কত?
| হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর বলতে কী বােঝায়?
উদ্দীপকের কণিকাসমূহের মধ্যে তুলনামূলক আলােচনা কর।
কণিকাসমূহের মধ্যে পার্থক্য থাকলেও এদের পরিমাণের তারতম্য দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর- উক্তিটির যথার্থ
Answers
Answer:
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২
শ্রেণী - নবম
বিষয় - বাংলা
পূর্ণমান - ৪০
সময় - ৯০ মিনিট
১। সঠিক উত্তরটি চিহ্নিত করাে ।
১x৮=৮
১১. “তড়কা’ শব্দের অর্থ -
ক) আশ্চর্যখ) বিদ্যুৎগ) সুন্দর।ঘ) রর্জ
১.২.স্রোতের প্রবল প্রাণ করে আহরণ
ক) জোয়ারের ঢেউ খ) ভাটার শােষণ গ) চোরা বালি ঘ) নদীর তরঙ্গ
১৩. মােল্লার মতে ইলিয়াসের কথাগুলি লেখা আছে -
ক) নীতি শাস্ত্রের গ্রন্থে।
খ) বিজ্ঞান বিষয়ক গ্রন্থে
গ) ইতিহাস গ্রন্থে
ঘ) পবিত্র গ্রন্থে
১.৪ ‘ধীবর বৃত্তান্ত’ নাট্যাংশে জানুক কে?
ক) প্রধান রক্ষী
খ) রক্ষী
গ) কোতােয়াল
ঘ) সেনাপতি
১.৫. অজিত দত্তের নােঙর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) কুসুমের মাস খ) নষ্ট চাদ গ) ছায়ার আলপনা ঘ) সাদা মেঘ কালাে পাহাড়
১ ৬. যৌগিক স্বরের উদাহরণ হল -
খ) ঈ
১ ৭. নাসিক্য বর্ণ হল -
ক) ট খ)ড গ) ম ঘ) দ
১৮. "‘ঈশানে উড়িল মেঘ"-
- ঈশান কোণ হল -
ক) উত্তর -পূর্ব খ) উত্তর - পশ্চিম গ) দক্ষিণ – পশ্চিম ঘ) দক্ষিণ -পূর্ব
২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
১X ৭=৭
২১. অষ্ট গজরাজ কী ?
২.২ কোথায় শকুন্তলা নিদর্শন হারিয়ে ফেলেছিল?
২.৩, দাঁড় ও পাল কীসের প্রতীক ?
২.৪. চন্ডীর আদেশে নদনদী কী করে ?
২.৫. সারারাত মিছে দাঁড়টানার অর্থ কী ?
২.৬ ধীবরের জীবিকা সম্পর্কে রাজ শ্যালক হেসে কী বলে ?
২.৭. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও ?
৩। নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ
১. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়’ - ‘রড়’ শব্দটির অর্থ কী? প্রজারা কেন বিপাকে
পড়েছিল ? তারা ভবন ছেড়ে দিল কেন ?
১+২+২
৩.২. ‘নােঙর’ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করাে ।
৪। নিম্নলিখিত যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
৫x১=১
৪.১ ‘ইলিয়াস’ গল্পে মহম্মদ শা-র চরিত্র বিশ্লেষণ করাে।
৪ ২“দাম’ গল্পে সুকুমার বাবুর চরিত্র বিশ্লেষণ করাে।