India Languages, asked by TammyBraide1702, 1 month ago

অরণ্য দেবতা প্রবন্ধে রবীন্দ্রনাথ কী লিখেছেন?​

Answers

Answered by rishukumarrishu
0

Answer:

I m not able to understand the language

Answered by DEBOBROTABHATTACHARY
2

রবীন্দ্রনাথের ভাবনায় পরিবেশ প্রেমী বিষয়টি অনেক আগে থেকেই উপস্থিত ছিলো।

অরণ্য দেবতা প্রবন্ধে সেই উপলব্ধির উল্লেখ পাওয়া যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর ‘অরণ্য দেবতা’ প্রবন্ধে মন্তব্য করেছেন,

" মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করাই সর্বত্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে। বায়ুকে নির্মল করার ভার যে গাছের উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই ধ্বংস করেছে।"

Similar questions