History, asked by amitabhdas593, 3 months ago

"বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় অভিযান" - এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।​

Answers

Answered by mahiyatahniyat
31

Answer:

বীরভূম, ভবানী প্রসাদ রায়ঃ-প্রতি বছরের ন্যায় এবার ও শুরু হয়ে গেল নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে ।ইংরাজী ২৬শে আগষ্ট থেকে শুরু ,শেষ ৩১শে আগষ্ট ।

সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচী-

স্বাস্থ্যবিধান গান,শিশু সংসদ সভা,হাত ধোয়ার পাঁচটি ধাপ শেখানো রেলি,জল সংরক্ষণ ও উপকারিতা,নিরাপদ ও পানীয় জল ব্যবহারের সচেতনতা।সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মকাণ্ড শুরু হয় ।

সকলেই পূর্ণ সহযোগিতা করে ও করেন । ছাত্রছাত্রীরা ও যথেষ্ট দক্ষতার সাথে এই কর্মে মনোনিবেশ করে ও নির্মল বিদ্যালয় সম্পর্কে সচেতন হয় ।

শিশু সংসদের প্রধানমন্ত্রী দেবব্রত বিশ্বাস সবার মধ্যে উত্‍সাহ প্রদান করে ।বাকী মন্ত্রীরা ও যথেষ্ট ভূমিকা পালন করে ।খাদ্য,স্বাস্থ্য,ক্রীড়া, শিক্ষা ও পরিবেশ মন্ত্রীরা নিজেদের দায়িত্ব পালন করে ।

পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা,

রাঁধুনীদের পরিচ্ছন্নতার উপর আলোচনা চলে ।

প্লাষ্টিক বর্জন সম্পর্কে সচেতনতা,ডাষ্টবিনের ব্যবহার,প্লাষ্টিক মুক্ত পরিবেশ তৈরীর উপর জোর আলোকপাত করা হয় ।

স্কুল চত্ত্বরে বৃক্ষরোপণ,ও মনোরম পরিবশ তৈরীতে শিশুরা এগিয়ে আসে ।

শিশু সংসদের নেতৃত্বে নির্মল বিদ্যালয় কর্মসূচী গ্রহণ করা হয় ।

সবশেষে সকল শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ।

উত্‍সাহী অনেক ছাত্রছাত্রী এতে অংশ গ্রহণ করে ।

ইতিপূর্বে উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় 'নির্মল বিদ্যালয় পুরস্কার 'গ্রহণ করেছে ।

নির্মল বিদ্যালয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা সকল শিশদের কাছে সহজ সরল ভাষায় তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই মহাশয় ।

সকল শিশু এই অভিযানে খুশি ।তারা নিজ দায়িত্বে নানা কাজ সামলে নিচ্ছে ।খুশি সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও ।শিক্ষার আঙিনায় এই নির্মল বিদ্যালয় অভিযান সত্যিই এক গুরুত্বপূর্ণ দিক ।

Explanation:

Similar questions