করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো
Answers
Answered by
56
রফিক: এই বেণীমাধব কত দিন পর তোর সঙ্গে দেখা হলো। কেমন আছিস?
বেণীমাধব :ভালই আছি। তবে এই করোনা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।
রফিক: সে তো আমিও। আমার তো ডিসেম্বর মাসে করোনা হয়ে ছিল।
বেণীমাধব: সত্যি?
রফিক: হ্যাঁ রে। তা এখন তুই কোথায় যাচ্ছিস?
বেণীমাধব: করোনা র ভ্যাকসিন নিতে।
রফিক: কত নম্বর ভ্যাকসিন?
বেণীমাধব :দুই নম্বর।
রফিক: ও। সাবধানে থাকবি। মাস্ক পরে বাড়ি থেকে বেরোবি।আর স্যানিটাইজার ব্যাবহার করবি।তোর মা বাবা ভালো আছে তো?
বেণীমাধব: হ্যাঁ সবাই ভালই আছে।তোর মা বাবা সবাই ঠিক আছে তো?
রফিক: হ্যাঁ সবাই ঠিক আছে।যা তোর দেরি হয়ে যাচ্ছে।
বেণীমাধব: হ্যাঁ রে ভাই আসি। ভালো থাকিস।
Similar questions
Physics,
1 month ago
Chemistry,
1 month ago
Science,
2 months ago
Sociology,
10 months ago
India Languages,
10 months ago