Science, asked by fahimchowdhury102938, 3 months ago

সাইকাস, আম,ব্যাঙ,কবুতর উল্লেখিত সদস্যগুলো জীব কেন? ব্যাখ্যা কর।​

Answers

Answered by Anonymous
12

Answer:

সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা

ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরণের, তাদের বৈশিষ্ট্য লিখ।

ছকে উল্লেখিত প্রথম উদ্ভিদটি অর্থাৎ সাইকাস হলো নগ্নজীবি উদ্ভিদ। নগ্নজীবি উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল –

(১) এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে না।

(২) ডিম্বকগুলো নগ্ন থাকে।

(৩) ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

ছকে উল্লেখিত সুপারি গাছ, কাঁঠাল গাছ ও সরিষা হলো সপুষ্পক আবৃতজীবি উদ্ভিদ। সপুষ্পক আবৃতজীবি উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হল –

(১) এদের ফুলে ডিম্বাশয় থাকে।

(২) এদের বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

(৩) নিষেকের পর বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়।

ছকে উল্লেখিত মস অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হল –

(১) এ সকল উদ্ভিদের মূল থাকে না। মূল এর পরিবর্তে রাইজয়েড থাকে।

(২) এরা সমাঙ্গ নয়।

(৩) এরা সবুজ স্বভোজী।

(৪) এরা সাধারনত পুরাতন, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়।

Explanation:

pls mark me as brainleast and folow me please

Answered by ronyzakir1983
1

Answer:

সাইকাস,আম , ব্যাং,কবুতর উল্লেখিত সদস্য গুলো জীব কেন ব্যাখ্যা করো

Similar questions