India Languages, asked by zackrichard136, 2 months ago

শিশু আর বাড়ি খুন হল - কেন শিশু আর বাড়ি খুন হল কবিতা অসুখি এক জন​

Answers

Answered by msuranjana842
7

Answer:

কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ আসার কারণে বস্তুজগতের প্রতীক বাড়ি ও ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা খুন হলো।

Answered by Manjula29
5

অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজে । বাতাসে বারুদের গন্ধ , যুদ্ধবাজ দেশগুলি মারণ । অস্ত্র নিয়ে এগিয়ে আসে । তাদের হাত থেকে শিশুরাও রক্ষা পায় না । ঘরবাড়ি – মাঠ – মন্দির সবকিছু ভেঙে তছনছ হয়ে যায় ।রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধে-শিশু আর বাড়িরা খুন হল।  বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে শিশু আর বাড়িরা ‘ খুন হয়েছিল , অর্থাৎ কবির ভাষায়ে বস্তুজগতের প্রতীক হল বাড়ি ও ভবিষ্যৎ প্রজন্ম হল শিশুরা , এরা সবাই খুন হলো।

Similar questions