History, asked by hossainfiroj70, 2 months ago

৩.৮ ‘খুৎকাঠি প্ৰথা কী ?​

Answers

Answered by sensayan288
4

Answer:

খুৎকাঠি প্রথা হল মুন্ডাদের সময় প্রচলিত এক আদি প্রথা যা কৃষির উপর কার্যকর ছিল। এর অর্থ যৌথ মালিকানা। কিন্তু মুন্ডাদের এ বসবাস অঞ্চলে ব্রিটিশ শাসনের আবির্ভাব ঘটল খুৎকাঠি প্রথা, বাতিল হয়ে যায় ও এরপর জমিতে এক ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়।।।

Answered by Anonymous
0

খুৎকাঠি প্ৰথা সম্পর্কিত বিবরণ হলো নিম্নরুপ -

খুৎকাঠি প্ৰথা :

  • জমির মূলত দুইধরনের মালিকানা প্রচলিত ছিল পূর্ববর্তী সময়ে। ১) যৌথ মালিকানা, ২) ব্যক্তি মালিকানা।
  • ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের মুন্ডা সম্প্রদায়ের মানুষদের মধ্যে জমির ব্যক্তি মালিকানার বদলে যৌথ মালিকানা ব্যবস্থাই প্রচলিত ছিল। জমির এহেন যৌথ মালিকানার ব্যবস্থাটিকেই খুৎকাঠি প্ৰথা বলা হতো।
  • পরবর্তী সময়ে অবশ্য ব্রিটিশ সরকার এই খুৎকাঠি প্ৰথা বাতিল করে দিয়েছিল এবং মুন্ডা সম্প্রদায়ের মধ্যেও জমির ব্যক্তি মালিকানা ব্যবস্থার গোড়াপত্তন করেছিল। ফলস্বরুপ মুন্ডাদের জমি বেহাত হতে (জমিদারি ব্যবস্থার আওতায় পড়ে) শুরু করে।
  • এহেন উপায়ে খুৎকাঠি প্ৰথার অবসান ও জমির বেহাত হওয়া পরবর্তীতে বিখ্যাত মুন্ডা বিদ্রোহের কারণ হয়ে দাঁড়ায়।

অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা খুৎকাঠি প্ৰথা সম্পর্কে আলোচনা করলাম।

Similar questions