Science, asked by bappa7551014800, 2 months ago

কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়​

Answers

Answered by Anonymous
2

যেইসকল অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায় তা হলো -

  • যখন স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া অনুযায়ী আমরা তৃষ্ণা অনুভব করি তখন আমাদের দেহে জলের চাহিদা আপনা থেকেই বৃদ্ধি পায়।
  • যখন আমরা প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম করি অথবা আমরা অত্যাধিক গরম পরিবেশে বসবাস করি তখন স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম নিঃসরণের জন্য দেহ থেকে অনেক পরিমাণে তরল বেরিয়ে যায় এবং এই তরলের ঘাটতিপূরণের জন্য জলের চাহিদা বেড়ে যায় আমাদের দেহে।
  • এছাড়াও বিভিন্ন দৈহিক রোগ, অন্তঃসত্ত্বা মহিলা এবং স্তন্যপান করানো মহিলাদের ক্ষেত্রেও দেহে জলের চাহিদা বেড়ে যায়।
Similar questions