History, asked by suhiniadhikary96, 2 months ago

অন্তঃসলিলা নদী কাকে বলে?​

Answers

Answered by ohmkardebnath
2

Answer:

নদী ভূপৃষ্ঠে প্রবাহিত হয় । কিন্তু কোনো কোনো সময় নদীর প্রবাহ ভূপৃষ্ঠ থেকে হঠাৎই ভূ-অভ্যন্তরে প্রবেশ করে । সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চলে এরকম হতে পারে । চুনাপাথরের সচ্ছিদ্রতা বা প্রবেশ্যতা বেশি ( চুনাপাথর জলে দ্রবীভূত হয় ) বলে নদী চুনাপাথর গঠিত অঞ্চলে এসে ভূ-অভ্যন্তরে প্রবেশ করে। ভূ-অভ্যন্তরে প্রবাহিত সেই নদীকে বলে অন্তঃসলিলা নদী বা ফল্গু নদী । চুনাপাথর গঠিত অঞ্চল পার হয়ে নদীটি নির্ঝরিনী রূপে পুনরায় ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে।

Similar questions