Science, asked by koleymunmun35, 4 months ago

প্রত্যাহিক জীবনে প্রতিবর্ত ক্সিয়ার গুরুত্ব আলোচনা করো ।​

Answers

Answered by pratikshamukherjee12
5

Answer:

দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব অপরিসীম। যেমন: চোখে যদি হঠাৎ ধুলো বালি পড়ার উপক্রম হয় তাহলে সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে যায় ফলে চোখের মধ্যে ধুলোবালি ঢুকতে পারে না।

নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে হাসি হয়ে বিজাতীয় বস্তু বাইরে বের হয়ে যায়।

খাদ্য গলাধঃকরণ এর সময় খাদ্যবস্তুর শ্বাসনালিতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে যাতে খাদ্যকণা শ্বাসনালিতে থেকে বেরিয়ে আসে।

Similar questions