গিরি পথ ও কানিয়নরপার্থক্য
Answers
Answered by
2
ANSWER:
গিরিখাত :
১. উচ্চগতির নদীর অধিক নির্নয় কম্পাস এর ফলে গিরিখাত সৃষ্টি হয় ।
২. আদ্র ও শুষ্ক উভয় পার্বত্য অঞ্চলে দেখা যায়।
৩. আকৃতি ইংরেজি 'V' কিংবা 'I' অক্ষরের মতো।
৪. সব গিরিখাত ক্যনিয়ন নয় ।
৫. উদাহরণ: পেরুর ক্যানিয়ন দ্য কলকা নদীর গিরিখাত।
ক্যানিয়ন :
১. উচ্চগতিতে নদীর কেবলমাত্র নিম্ম ক্ষয়ের ফলে ক্যানিয়ন সৃষ্টি হয় ।
২. কেবল মাত্র শুষ্ক পার্বত্য অঞ্চলে দেখা যায়।
৩. আকৃতি ইংরেজি কোনো অক্ষরের মতো নয়।
৪.সব ক্যানিয়ন -ই গিরিখাত নয় ।
৫. উদাহরন: কলোরাডো নদীর গ্ৰান্ড ক্যানিয়ন।
Hope It's Helps u .
Similar questions