ভাই এর বিপরীত শব্দ কি
Answers
Answered by
0
ভাইয়ের বিপরীত শব্দ হলো বোন।
- বাংলার শব্দ ভান্ডারে এমন অনেক শব্দযুগল রয়েছে যাদের অর্থ পরস্পরের সম্পূর্ণ বিপরীত। এইরূপ শব্দ যুগলদের একে অপরের বিপরীত শব্দ বলা হয়ে থাকে।
- অনেক লিঙ্গ বাচকশব্দের ক্ষেত্রে এক লিঙ্গের শব্দ এবং সেটির সম্পর্কিত বিপরীত লিঙ্গের শব্দকে একে অপরের বিপরীতার্থক শব্দ হিসেবে ধরা হয়ে থাকে।
- এইক্ষেত্রে ভাই হলো পুংলিঙ্গ এবং তার সম্পর্কিত স্ত্রীলিঙ্গ শব্দটি হল বোন। অতএব, এটি লিঙ্গগত দিক দিয়ে একে অপরের বিপরীতার্থক শব্দ।
Similar questions