India Languages, asked by ahanabanerjee23, 3 months ago

বাক্য কাকে বলে ? বাক্য কয়টি অংশ ও কি কি ?​

Answers

Answered by Anonymous
2

একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা হয় তাদের সমষ্টিকে বাক্য বলে।

একটি বাক্যে ২ টি অংশ থাকে। যথা -

১) উদ্দেশ্য (Subject)

২) বিধেয় (Predicate)

Answered by rabia2005
10

\large\underline\color{pink}{Question}

বাক্য কাকে বলে ? বাক্য কয়টি অংশ ও কি কি ?

\large\underline\color{orange}{Answer}

✒ এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে[১]।[২] অথবা যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে।একটি বাক্যে ২ টি অংশ থাকে ।যথা -

১) উদ্দেশ্য ( Subject )

২) ও বিধেয় ( Predicate )

Similar questions