১.সাদমান ও আবির দুটি নমুনা কোষ তৈরি করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করল।সাদমান তার নমুনাতে বড় ফাকা জায়গা ও কোষপ্রাচীর দেখতে পেল।কিন্তু আবিরের নমুনাতে এগুলো অনুপস্থিত। শিক্ষক বললেন, উভয় নমুনাতে দৃশ্যমান তুলনামূলক ঘন,কালো বস্তুটি না থাকলে জীবের কোন অস্তিত্ব থাকত না। ক) কোষ কী? খ) কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলতে কী বোঝায়? গ) সাদমানের নমুনাতে পর্যবেক্ষিত কোষটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঘ) উদ্দীপকে শিক্ষকের মন্তব্যটির সাথে তুমি কি একমত? যথার্থতা নিরুপন করো।
Answers
Answered by
2
Answer:
1) a small room in which a prisoner is locked up or in which a monk or nun sleeps
2) mitochondria
Similar questions