Science, asked by antarabhattacharjee4, 2 months ago

কোলরাশের সূত্রটি লেখ এবং এই সূত্র অনুযায়ী অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতার রাশিমালা লেখ​।

Answers

Answered by anitagatte3
11

Answer:

hi

Explanation:

Good evening

Sorry but I don't understand the language.

Sorry again

Be happy always

Answered by Iammanjula
0

Answer:

কোলরাশের সূত্রঃ অসীম লঘুতা সম্পন্ন কোনো তড়িদবিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা ওই পদার্থের দ্রবণটির সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নসমূহের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হবে।

অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের (CH₃COOH)  মোলার পরিবাহিতার রাশিমালাঃ

λ₀ (CH₃COOH) = λ₀ (CH₃COO⁻) + λ₀ (H⁺)

Explanation:

কোলরাশের সূত্র অনুযায়ী, অসীম তরলীকরণে একটি ইলেক্ট্রোলাইটের সমতুল্য পরিবাহিতা তরলের সংগঠক অ্যানায়ন এবং ক্যাটায়নের পরিবাহিতার সমষ্টির সমান।

সূত্রটি উপস্থাপন করা হয়ঃ λ₀ (AB)= λ₀ (A⁺) + λ₀ (B⁻)

λ₀ হল মোলার পরিবাহিতা কোনো অসীম লঘুতা সম্পন্ন তড়িদবিশ্লেষ্য পদার্থের দ্রবণের ।  λ₀ (A⁺) হল ক্যাটায়নের মোলার পরিবাহিতা এবং λ₀ (B⁻) হল Anion এর মোলার পরিবাহিতা।

কোনো তড়িদবিশ্লেষ্য পদার্থের দ্রবনের যে আয়তনে সেই তড়িদবিশ্লেষ্য পদার্থের এক মোল দ্রবীভুত হয়, সেই আয়তনের দ্রবণকে এক সেমি ব্যবধানে রাখা দুটি উপযুক্ত আকারের তড়িদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা তৈরি হয়, তাকে ওই তড়িদবিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহীতা বলে।

সুতরাং কোলরাশের সূত্র অনুসারে, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের (CH₃COOH) মোলার পরিবাহিতাঃ

CH₃COOH ⇄ CH₃COO⁻ (cation) + H⁺ (anion)

সুতরাং,

λ₀ (CH₃COOH) = λ₀ (CH₃COO⁻) + λ₀ (H⁺)

বিশদে জানতে দেখুনঃ

https://brainly.in/question/4183634

https://brainly.in/question/7412257

#SPJ2

Similar questions