কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?
Answers
Answered by
4
Answer:
কার্পাস বয়ন শিল্পকে 'শিকড়-আলগা শিল্প' বলার কারণ
ওয়েবার-এর তত্ত্ব অনুযায়ী এর 'কাঁচামাল সূচক হল 1 অর্থাৎ, সমপরিমাণ তুললা থেকে সমপরিমাণ বস্ত্র উৎপন্ন হয়। ফলে এই শিল্প তুলা উৎপাদক অঞ্চলে বা বাজারের নিকটে বা যে-কোনাে অনুকূল স্থানে গড়ে উঠতে পারে। এইকারণে কার্পাস-বয়ন শিল্পকে 'শিকড়-আলগা শিল্প' বলা হয়।
Similar questions