নীচের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ করাে : নগেন্দ্র, আরেক, স্বস্তি, গম্ভীর
Answers
Answered by
0
Answer:
নগ+ইন্দ্র
আর+এক
সু+অস্তি
Answered by
0
প্রদত্ত শব্দগুলি সন্ধিবিচ্ছেদ হলো নিম্নরুপ -
- নগেন্দ্র = নগ + ইন্দ্র
- আরেক = আর + এক
- স্বস্তি = সু + অস্তি
- গম্ভীর = গম্ + ভীর
উপরিউক্ত সন্ধিবিচ্ছেদগুলিকে সম্পূর্ণভাবে জানতে হলে, আমাদের সন্ধিবিচ্ছেদ সম্পর্কে জেনে রাখতে হবে।
সন্ধিবিচ্ছেদ :
- বাংলা ব্যকরণে পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলনকেই সন্ধি বলা হয়।
- সন্ধিবিচ্ছেদের মাধ্যমে আমরা উক্ত সন্ধিটিকে ভেঙ্গে শব্দটির আদিরুপ সম্পর্কে অবহিত হই। এর ফলে একটি শব্দ ভেঙে যে দুটি সরলীকৃত অংশ তৈরি হয় তা দিয়ে শব্দের ব্যুৎপত্তিগত উৎস সম্পর্কে জানা যায়।
- বিভিন্ন ধরনের সন্ধিবিচ্ছেদ বিভিন্ন নিয়ম অনুসারে করা হয়ে থাকে।
অতএব, আমরা প্রদত্ত শব্দগুলির সন্ধিবিচ্ছেদ সম্পর্কে আলোচনা করলাম।
Similar questions