মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়?
Answers
Answered by
5
Answer:
মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ পদ্ধতির ধারাবাহিক পর্যায় গুলি হল:
1. এই পদ্ধতিতে কম উপযুক্ত এক্সপ্লান্ট বা উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয় যা পুরোপুরি প্রজাতি নির্ভর।
2. নির্বাচিত এক্সপ্লান্টটিকে প্রথমে ৭০% অ্যালকোহলে এক মিনিট ধুয়ে পরে দশ শতাংশ হাইপোক্লোরাইড দ্রবণে ১৫ মিনিট রেখে স্টেরিলাইজ করা হয়।
3. এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎস রূপে সুক্রোজ ব্যবহার করা হয়। এছাড়া বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে কৃত্রিম অক্সিন ও সাইটোকাইনিন ব্যবহার করা হয়।
4. প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে ক্যালাস সৃষ্টি হয়। পরে এটি বিভাজিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য এমব্রয়েড গঠন করে। এমব্রোয়েড ক্রমে বিভাজিত হয়ে অপত্য উদ্ভিদের তৈরি হয়।
Explanation:
Hope it's helpful for you
Similar questions