Geography, asked by sawan6136, 2 months ago

মালভূমি কী?এর সম্পর্কে যা জানো লেখ

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট, বহুদূর বিস্তৃত, চারি দিকে খাড়া ঢাল যুক্ত এবং উপরিভাগ তরঙ্গায়িত বা বন্ধুর ভূমিভাগকে মালভূমি বলে।

মালভূমির বৈশিষ্ট্য-

১)মালভূমি হল একটি বহুদূর বিস্তৃত উচ্চভূমি।

২)মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 300 থেকে 600 মিটার উচ্চতার মধ্যে অবস্থান করে।

৩)মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা উঁচু নিচু হয়।

৪)মালভূমির চতুর্দিক খাড়া ঢাল যুক্ত হয়।

৫)মালভূমির উপরিভাগ কিছুটা তরঙ্গায়িত বা প্রায় সমতল এবং চতুর্দিক খাড়া ঢাল বিশিষ্ট বলে একে দেখতে অনেকটা টেবিলের মত হয়। তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়।

৬)মালভূমির উপরিভাগে ছোট ছোট পাহাড় অবস্থান করতে পারে।

৭)মালভূমি বয়সে প্রাচীন ও নবীন উভয় ধরনের হতে পারে।

পামির মালভূমি সব থেকে বড় মালভূমি। যাকে পৃথিবীর ছাদ বলা হয়।

Similar questions