India Languages, asked by priyankamondal0617, 2 months ago

অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
১১ “সকাল হতেই বােঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা।”কার সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের
বহরখানার পরিচয় দাও।
+8​

Answers

Answered by anitakeshari349
6

Answer:

অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ১১ “সকাল হতেই বােঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা।”কার সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের বহরখানার পরিচয় দাও। +8.

Answered by adritabarmanroy
0

Answer:

কার সর্বনাশঃ- উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পগ্রন্থের অন্তর্গত 'ভাত' থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে উচ্ছব নাইয়ার সর্বনাশের কথা উল্লেখ করা হয়েছে। সুন্দর বনের 'বাদা' অঞ্চলের অধিবাসী উচ্ছবের সংসার মাতলা নদীর জলে ভেসে গিয়েছিল।

Explanation:

সর্বনাশ এর পরিচয়ঃ- দুর্যোগের রাতে অনেকদিন পর পেট ভরে ভাত খেয়েছিল উৎসব ও তার বউ ছেলেমেয়ে। তারপরই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ছেলে-মেয়েকে জড়িয়ে ধরে শীতে আর ভয়ে কাঁপছিল উৎসবের স্ত্রী। ঘরের খুঁটিটি শক্ত করে ধরে ভগবানের নাম জপ করছিল। কিন্তু কপালটা মন্দ ছিল উৎসবের, তাই ঈশ্বরের করুণা হয়নি।বরং ঝড়-বৃষ্টি তাদের সংসারকে ভাসিয়ে নিয়ে যায়। এরূপ দুর্যোগে বা সর্বনাশের আভাস পাওয়া গিয়েছিল সকালে।

বন্যার প্রকোপ :- প্রবল দুর্যোগে মাতলা নদীর বন্যা দরিদ্র উৎসবের সংসার, স্ত্রী ও ছেলে-মেয়েকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। পরের দিন সকাল থেকে ধ্বংসস্তূপের মধ্যে উৎসব নাইয়া তার স্ত্রী ও ছেলে মেয়েকে খোঁজ করে। কিন্তু দেখা যায় তার স্ত্রী ও ছেলে মেয়ে নদীগর্ভে চলে গিয়েছে। এমনকি সরকারের কাছে আবেদন করা জমির উইলও হারিয়ে গিয়েছিল। সর্বস্বান্ত হয়ে উৎসব নাইয়া মানসিক ভারসাম্য  হারিয়ে ফেলে। লেখকের কথায় "যা আর নেই যা ঝড়-জল -মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল।" তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। অর্থাৎ সর্বস্ব খুইয়ে ফেলেছিল উৎসব নাইয়া।

সর্বনাশের বহরখানা:-  প্রাকৃতিক দুর্যোগকে  সর্বনাশের বহরখানা বলা হয়েছে। যার কারণে উৎসব নাইয়ার সংসার মাটিতে লুটোপুটি খায়। দীর্ঘদিন অভুক্ত অবস্থায় থাকে সে। এরপর উৎসব নাইয়ার চেতনা ফিরলে  ভাতের আশায় বাসিনীর হাত ধরে কলকাতায় কাজে যোগ দেয়। অবশেষে ডেকচি চুরির অপরাধে তার জেল হয়। যদি আজ তার সংসার সর্বনাশ হয়ে না যেত, তাহলে হয়তো সে স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে সুখে দিন কাটাতো।

■ যে কোনো অশুভ ইঙ্গিত পূর্বে পাওয়া যায়। সেদিনের সেই অশুভ সঙ্কেত পেয়েছিল উৎসবের স্ত্রী। তবে হতদরিদ্রের কান্নার আওয়াজ ঈশ্বরের কাছে পৌঁছায় না। তাই লেখিকা আলোচ্য গল্পে উৎসব নাইয়া চরিত্রটির মধ্য দিয়ে সেই বার্তা প্রকাশ করেছেন।

#SPJ3

Similar questions
Math, 9 months ago