Math, asked by sudipamaity8394, 3 months ago

(ক) একটি চৌবাচ্চায় সকালে ৩৩৫ বালতি জল ছিল। পরে দু-বারে ২৫
ও ৭০ বালতি ঢালা হলাে। দুপুরে ওই চৌবাচ্চা থেকে ২২৮ বল জল স্নানের জন্য এবং ৫৮
বালতি জল কাপড় কাচার জন্য খরচ হলাে। চৌবাচ্চাটিতে আর কত বালতি জল অবশিষ্ট থাকবে?

(খ) তােমার বাবা ৬৭০ টাকা নিয়ে তােমাদের দুই ভাইবােনের জন্য জামা-কাপড় কিনতে বাজারে
গেলেন। তিনি তােমাদের জন্য ৩২৫ টাকার জামা-প্যান্ট এবং তােমার বােনের জন্য ২৯৫ টাকার
একটি ফ্রক কিনলেন। তােমার বাবার কাছে আর কত টাকা র ইল?
(গ) এক গ্রন্থাগারে চারটি আলমারিতে ২২৫, ১৮৯, ২০৫ ও ২৬০ ই ছিল ।৭৮টি বই বাঁধাতে
দেওয়া হয়েছে এবং ৮৪ জনকে পড়বার জন্য বই দেওয়া হয়েছে। এখন গ্রন্থাগারে কতগুলি বই র ইল?

(ঘ) তােমার মা বাজার থেকে ৯২ মিটার কাপড় কিনে আললেন। তিনি তার থেকে ১৪ মিটার কাপড়
আলাদা করে রাখলেন। এরপর বেশি শেটি সমান ২৬ টি ভাগে ভাগ করে বিক্রি করে দিলেন।
তাহলে প্রতি টুকরাে কত মিটার লম্বা ছিল ?
(ঙ) একজন কৃষক ৪ বিঘা জমিতে ধান আর ৩ বিঘা জমিতে আলু চাষ করবলন। ধানের জমির প্রতি
বিঘাতে ২২ ঝুড়ি এবং আলুর জমির প্রতি বিঘাতে ৩৩ ঝুড়ি করে গাবর সার দিতে হলে তাকে
কত ঝুড়ি গােবর সার জোগাড় করতে হবে?
(চ) এক ব্যক্তি তার ২০ দিনের আয় দিয়ে ৩০ দিনের সংসার চালান। তার দৈনিক আয় ৬০ টাকা
হয় তবে তার দৈনিক ব্যয় কত?

Answers

Answered by garimasingh143
8

Step-by-step explanation:

Ferrous sulfate (or sulphate) is a medicine used to treat and prevent iron deficiency anaemia. Iron helps the body to make healthy red blood cells, which carry oxygen around the body. Some things such as blood loss, pregnancy or too little iron in your diet can make your iron supply drop too low, leading to anaemia.

Similar questions