Political Science, asked by rjridersuki395, 2 months ago

মার্কসবাদের মূল সূত্র গুলি সংক্ষেপে আলোচনা করো​

Answers

Answered by itsprernaaaa
1

Answer:

কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বের মূল কথা হল যে, আজ পর্যন্ত পৃথিবীতে যত সমাজ দেখা গছে (দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, আদি সাম্যবাদী সমাজ বাদে) তার প্রত্যেকটিতেই মালিক এবং শ্রমিক এই দুটি পরস্পরবিরােধী শ্রেণির অস্তিত্ব দেখা যায়। এই দুটি শ্রেণির মধ্যে পুজিবাদী সমাজ ব্যবস্থা দ্বন্দ্ব তীব্রতর হয়। শ্রমিক বা সর্বহারা শ্রেণি পুঁজিবাদী সমাজব্যবস্থার ধ্বংসের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও আদর্শগত সংগ্রাম চালাতে থাকে। শেষপর্যন্ত পুজিপতি বা সর্বহারা শ্রেণির একনায়কত্বে শ্রেণীহীন, শােষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়।

Similar questions