English, asked by deykishalaynew1959, 3 months ago

এঁরা প্রত্যেকেই খুব বিখ্যাত সাহিত্যিক। এঁদের নাম কি ?*

*১) দুর্গাঠাকুর যখন এলেন,*
*চাঁদ এল তার পরে,*
*চটের পাশে পায়ের আঙুল, পঞ্চম সুর ধরে।*
*ষষ্ঠ সুরের মাঝখানেতে য-ফলা দেয় উঁকি,*
*শেষের পাতে 'য়' দেয় না সেও ফাঁকি।*

Answers

Answered by rishit015
1

Answer:

সংযোজন शभ হে যক্ষ তোমার প্রেম ছিল বদ্ধ কোরকের মতে, একান্তে প্ৰেয়সী তব সঙ্গে যাবে ছিল অনিয়ত সংকীর্ণ ঘরের কোণে, আপন বেষ্টনে তুমি যবে রুদ্ধ রেখেছিলে তারে দু-জনের নির্জন উৎসবে সংসারের নিভৃত সীমায়, শ্রাবণের মেঘজল কৃপণের মতো যথা শশাঙ্কের রচে অন্তরাল আপনার আলিঙ্গনে আপনি হারায়ে ফেলে তারে, সম্পূর্ণ মহিমা তার দেখিতে পায় না। একেবারে অন্ধ মোহাবেশে । বর তুমি পেলে যবে প্ৰভুশাপে, সামীপের বন্ধ ছিন্ন হল, বিরহের দুঃখতাপে প্রেম হল পূর্ণ বিকশিত ; জানিল সে আপনারে বিশ্বধরিত্রীর মাঝে | নির্বাধে তাহার চারি ধারে সান্ধ্য অর্ঘকরে দান বৃষ্টিজলে সিক্ত বনযুথী গন্ধের অঞ্জলি ; নীপনিকুঞ্জের জানাল আকৃতি রেণুভারে মন্থর পবন । উঠে গেল যবনিকা আত্মবিস্মৃতির, দেখা দিল দিকে দিগন্তরে লিখা উদার বর্ষার বাণী, যাত্রামন্ত্র বিশ্বপথিকের মেঘধ্বজে আঁকা, দিশ্বধু প্রাঙ্গণ হতে নিভীকের শূন্যপথে অভিসার। আষাঢ়ের প্রথমদিবসে দীক্ষা পেলে অশ্রুদ্ধেতি সৌম্য বিষাদের ; নিত্যরসে আপনি করিলে সৃষ্টি রূপসীর অপূর্ব মূৱতি অন্তহীন গরিমায় কান্তিময়ী। এক দিন ছিল সেই সতী গৃহের সঙ্গিনী, তারে বসাইলে ছন্দশস্থ রবে অনন্তের আনন্দ-মন্দিরে । প্রেম তব ছিল বাক্যহীন, আজ সে পেয়েছে তার ভাষা, আজ তার রাত্রিদিন সংগীততরঙ্গে আন্দােলিত। তুমি আজ হলে কবি, মুক্ত তব দৃষ্টিপথে উদবারিত নিখিলের ছবি । দাৰ্জিলিং 28 Jé »७8० শ্যামমেঘে স্নিগ্ধচ্ছায়া । বক্ষ ছাড়ি মর্মে অধ্যাসীনা প্রিয়া তব ধ্যানোস্তুবা লয়ে তার বিরহের বীণা ৷ অপরূপ রূপে রচিবিচ্ছেদের উন্মুক্ত প্রাঙ্গণে তোমার প্রেমের সৃষ্টি উৎসর্গ করিলে বিশ্বজনে। আটত্রিশ-সংখ্যক কবিতা তুলনীয়। SRR

Similar questions