Biology, asked by baritra74, 17 days ago

উওর আমেরিকা দীর্ঘতম ও যুগ্মভাবে পৃথিবীর দীর্ঘতম নদী কোন ?​

Answers

Answered by loknadamjinaga1044
0

Answer:

দুটি মহাদেশকে একসঙ্গে যুক্তকারী সংকীর্ণ ভূখণ্ডকে কি বলে পানামা যোজক ক্রিকেটে যে তৈরি করেছে তার নাম কি উত্তর আমেরিকা কে আবিষ্কার করেন উত্তর আমেরিকার আকৃতি কিসের মত উত্তর আমেরিকার আয়তনে পৃথিবীর কততম মহাদেশ উত্তর আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি মৃত্যু উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা নিচু উত্তর আমেরিকা অপেক্ষা কত গুণ বড় বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি কয়টি দেশ নিয়ে গঠিত উত্তর আমেরিকা শব্দের অর্থ কি পশ্চিম গোলার্ধে নিম্নতম স্থান কোনটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের উচ্চতা কত টাকা অ্যাপেল এশিয়ান পার্বত্য অঞ্চল এবং লরেন্স মালভূমি কে পৃথক করেছে উত্তর আমেরিকা কিসের দ্বারা দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন কোন শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকায় উত্তর পূর্ব উপকূল বছরের অধিকাংশ সময় প্রকৃত থাকে প্রেইরি অঞ্চলের উত্তরাংশের বরফ গলে যায় কোন বায়ুর প্রভাবে কোন উপসাগর এর তিন দিকে ঘিরে রয়েছে কানাডিয়ান শিল্ড কথাটির অর্থ কি উত্তর আমেরিকার উষ্ণতম স্থান কোনটি পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় পঞ্চরথ বৃহত্তম কোনটি উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বত কোনটি পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি অবস্থিত পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি যুক্ত পশুর চামড়া কে কি বলে নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বের প্রথম স্থান স্থানীয় দেশ কোনটি পৃথিবীতে মোট কয়টি স্তর রয়েছে আছে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কোন স্রোতের প্রভাবে ক্যালিফর্নিয়া উপকূল ভাগ বেশ ঠান্ডা থাকে কানাডার বৃহত্তম শহর কোনটি অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতম কোনটি প্রেইরি অঞ্চলের মধ্যে দিয়ে প্রসারিত রেলপথের নাম করো কানাডিয়ান শিল্ড অঞ্চলের মধ্য দিয়ে প্রসারিত সড়ক পথ টির নাম উল্লেখ করো কানাডিয়ান শিল্ড দক্ষিণাংশ দিয়ে প্রসারিত রেলপথের নাম লেখ সবচেয়ে বড় উপনদীর নাম কি কানাডার দীর্ঘতম নদীর নাম কি আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শহরকে পৃথিবীর কুইন সিটি বলা হয় গোল্ডেন গেট কোথায় অবস্থিত কানাডা সর্ববৃহৎ সংগ্রাহক কেন্দ্র কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দরের নাম লেখ কানাডার বৃহত্তম হ্রদ কোনটি উত্তর আমেরিকার উষ্ণতম স্থান কোনটি কানাডার রাজধানীর নাম কি কোনদিন কানাডার রাজধানী অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রসারিত প্রধান অক্ষরেখা টির নাম লেখ উত্তর আমেরিকা মহাদেশের উত্তর অংশকে প্রকৃত প্রধান অক্ষরেখা টির নাম বল প্লান্টিক মহাসাগর একটি নদীর নাম লেখ মেক্সিকো উপসাগরে একটি নদীর নাম প্রশান্ত মহাসাগরে পতিত একটি নদীর নাম উল্লেখ করো উত্তর আমেরিকার মেক্সিকো উপসাগরের শিষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ছিল বসন্তকালে কোন আবহাওয়া পিসি পিসি মিসিসিপি নদীর অববাহিকায় গ্রীষ্মের শুরুতে বসন্তকালে কোন ভয়াবহ ঘূর্ণিঝড় এর প্রকোপ দেখা যায় কানাডিয়ান শিল্ড এর পশ্চিমে প্রবাহিত নদীর নাম কি কানা টিএমসির এর আয়তন ভারতের প্রায় কতগুণ কানাডিয়ান শিল্ড এর পূর্বে উচ্চতার নাম কি কানাডার দক্ষিণ প্রান্তে প্রবাহিত নদীর নাম কি

3007 views

‹ উত্তর আমেরিকাUp

Book navigation

পৃথিবীর অন্দরমহল

অস্থিত পৃথিবী

শিলার শ্রেণী

চাপ বলয় ও বায়ুপ্রবাহ

মেঘ-বৃষ্টি

জলবায়ু অঞ্চল

মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন

দক্ষিণ আমেরিকা

ওশিয়ানিয়া

ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক

উত্তর আমেরিকা

ছোটো প্রশ্ন ও উত্তর : উত্তর আমেরিকা

Footer Menu

Contact

Disclaimer

Privacy Policy

Terms of Use

Disclaimer: This website is purely informatory in nature and does not take responsibilty for errors or content posted by community.

Similar questions