১০। প্রতিপ্রভা বা অনুপ্রভা কী?
Answers
Answer:
কিছু বস্তুতে উত্তেজক আলোক আপতিত হলে বস্তুটি ভিন্নজাতীয় আলো বিকিরণ করে।উত্তেজক আলো যতক্ষণ থাকে ততক্ষণই ভিন্ন জাতীয় আলো বিকিরণ করে।এই ঘটনাকে প্রতিপ্রভা বলে।এ জাতীয় বস্তু হলো ক্যালসিয়াম ক্লোরাইড,ইউরেনিয়াম লবণ প্রভৃতি।
কিছু বস্তুকে সূর্যলোকে অনেকক্ষণ রাখার পর অন্ধকারে স্থাপন করলে এরা আলোক বিকিরণ করে।এই ঘটনাকে অনুপ্রভা বলে।এ জাতীয় বস্তু হলো ফসফরাস,ক্যালসিয়াম সালফাইড প্রভৃতি।
Explanation:
প্রতিপ্রভা অনেক বাস্তব ব্যবহার আছে, যার মধ্যে খনিবিদ্যা, রত্নবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, রাসায়নিক সেন্সর ( প্রতিপ্রভা বর্ণালিবীক্ষণ যন্ত্র), প্রতিপ্রভ চিহ্নিতকরন, রং, জৈবিক ডিটেক্টর, মহাজাগতিক রশ্মি আবিষ্কার, এবং সর্বাধিকভাবে প্রতিপ্রভ (ফ্লুরোসেন্ট) বাতি। প্রকৃতিতে কিছু খনিজ এবং প্রাণীজগতের বিভিন্ন জীবের উপর প্রায়সই প্রতিপ্রভা দেখা যায় ।আলো শোষিত পদার্থ বা অন্য তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ হতে নিঃসৃত আলোকে প্রতিপ্রভা বলে। এটি এক ধরনের আলোক বিকিরণ । অধিকাংশ ক্ষেত্রে, এই নিঃসৃত আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য থাকে, এবং এর ফলে শোষিত বিকিরণ হতে কম শক্তি থেকে।প্রতিপ্রভার সবচেয়ে আকর্ষণীয় উদাহরণটি ঘটে যখন শোষিত বিকিরণ বর্ণালীর অতিবেগুনী অঞ্চলে থকে , এবং যখন নির্গত আলো দৃশ্যমান অঞ্চলে হয় তখন তা মানুষের চোখে দেখা যায় না, এটি প্রতিপ্রভ পদার্থকে একটি স্বতন্ত্র রং দেয় যা শুধু অতিবেগুনী আলোয় দেখা যায়। প্রতিপ্রভ উপাদানগুলো বিকিরণ বন্ধের সাথে সাথে উজ্বলতা হারায় , অনুপ্রভের মত উজ্বলতা কিছু সময় ধরে রাখতে পারে না
hope it's helpful to you!