CBSE BOARD X, asked by bijoya910, 1 month ago

১. ‌‌বাক্য রচনা করো:- বিনয়,
পরিত্রাণ,
বিদ্যমান,
শশধর
শােভিত
ভূপতি :
মহিমা​

Answers

Answered by adrikasaha434
1

Explanation:

বিনয় - আমার ভাইয়ের নাম বিনয়।

পরিত্রাণ - আমার বোন অনেক কষ্ট করে ওই ঝামেলা থেকে পরিত্রাণ পেলো।

Answered by AnkitaSahni
5

‌‌বাক্য রচনা- (বিনয়, পরিত্রাণ, বিদ্যমান, শশধর ,শােভিত, ভূপতি ,মহিমা​)

  • বিনয় - ছেলেটির আচরণে ওর বিনয় প্রকাশ পেলো
  • পরিত্রাণ - এই দুরাবস্থা থেকে পরিত্রাণ নেই
  • বিদ্যমান - ক্লাস এ শিক্ষক বিদ্যমান রয়েছে
  • শশধর - শশধর আকাশে দেখা দিলো
  • শােভিত - সাদা ফুলে চারিদিক শোভিত হয়ে রয়েছে
  • ভূপতি - ভূপতির কাছে আমার এটুকুই প্রার্থনা
  • মহিমা​ - ভগবানের এ কি অপার মহিমা

#SPJ1

Similar questions