India Languages, asked by piu94341, 1 month ago

নিম্নের বাক্যগুলির ক্রিয়া সমাপিকা কি অসমাপিকা, সকর্মক
কি অকর্মক নির্দেশ করঃ-
১) ছাত্ররা বাড়ী যাচ্ছে।
২) শিবু মাঠে গিয়ে বসল।
৩) রামবাবু আমাকে ব্যাকরণ পড়ান।
৪) দিদিমা রােজ রামায়ণ পাঠ করেন।
৫) রাখাল মাঠে গরু চরাচ্ছে।
৬) তারা মনের সুখে গান ধরেছে।
৭) আমরা মেলা দেখতে যাব।
৮) রাম ফুটবল খেলে।
৯) বিনয় বাড়ি গিয়ে।
১০) ভদ্রা ভাত খেয়ে।


if someone gives the right answers to my these questions i will mark it brainlist
Note: Spam can be reported ​

Answers

Answered by rabia2005
21

১) ছাত্ররা বাড়ী যাচ্ছে।----- অসমাপিকা ক্রিয়া,অকর্মক ক্রিয়া

২) শিবু মাঠে গিয়ে বসল।----- সমাপিকা ক্রিয়া,অকর্মক ক্রিয়া

৩) রামবাবু আমাকে ব্যাকরণ পড়ান----- সমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৪) দিদিমা রােজ রামায়ণ পাঠ করেন।----- সমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৫) রাখাল মাঠে গরু চরাচ্ছে।---- অসমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৬) তারা মনের সুখে গান ধরেছে।----- অসমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৭) আমরা মেলা দেখতে যাব।---- সমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৮) রাম ফুটবল খেলে।---- সমাপিকা ক্রিয়া,সকর্মক ক্রিয়া

৯) বিনয় বাড়ি গিয়ে।----অসমাপিকা ক্রিয়া,অকর্মক ক্রিয়া

১০) ভদ্রা ভাত খেয়ে।-----অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া

আশা করি এটি তোমাকে সাহায্য করবে...

Answered by kingsaeed631
24

ডাল জাতীয় গাছের মূলে কি ধরনের ব্যাকটেরিয়া থাকে

hope this helps u ☺️☺️☺️

Similar questions