অপেরন বলতে কি বুঝ?
চর্বি কি?
জিন কি?
অ্যামিনো অ্যাসিড কি?
ক্যাপসিড কি?
স্যাটেলাইট কি?
Answers
Explanation:
আদি কোষে একটি গাঠনিক জিন , চালক জিন , উদ্দীপক জিন ও নিয়ন্ত্রক জিন সম্মিলিতভাবে কাজ করে । এ চার প্রকার জিনকে একত্রে অপেরন বলে । এক কথায় আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরন ( Operon ) বলে ।
সাধারন ভাবে বলতে গেলে চর্বি হচ্ছে প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ প্রাণীজ শরীরে বিশেষ করে যখন স্তর আকারে ত্বকের নীচে বা কোন অর্গানের বা অঙ্গের চারি পার্শে জমা হয়ে।
জিন হল বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক ।
অ্যামিনো অ্যাসিড একটি জৈব যৌগ যা একটি কার্বনসিল গ্রুপ, অ্যামিনো গ্রুপ এবং পার্শ্ব-শৃঙ্খলে একটি কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে সংযুক্ত বৈশিষ্ট্যযুক্ত।
ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।
স্যাটেলাইট শব্দটা আসছে ল্যাটিন থেকে, যেটার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় “অনুসরণ করা”। চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে, চাঁদ একটি স্যাটেলাইট। পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সুতরাং পৃথিবীও একটি স্যাটেলাইট। সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সিকে ঘিরে ঘুরছে, সুতরাং সূর্যও একটি স্যাটেলাইট। এগুলা হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট।