India Languages, asked by SparkleKitty, 2 months ago

নীচের অনুচ্ছেদটি পড় ও প্রশ্নগুলির উত্তর দাও :
আগামী বাইশে শ্রাবণ, মঙ্গলবার, সঙ্গীতসভা বসবে আমাদের শঙ্করপুরে। সবুজ সঙ্ঘের
ছেলেমেয়েরা তাতে গান গাইবে। শশাঙ্ক যাও, সঙ্গীদের ডেকে আনাে। বঙ্কিমদাদু বলেছেন,
প্রাঙ্গণের জঙ্গল সাফ করতে হবে। অনঙ্গ, তােমার উপর দায়িত্ব রইল, ফুল-মালা দিয়ে প্রাঙ্গণ
সাজানাের । অঙ্কিতা, তুমি রঙ্গন ফুলের তােড়া বানিয়ে রেখাে ।
(ক) কবে, কোথায় সঙ্গীতসভা বসবে ?
(খ) কারা সঙ্গীতসভায় গান গাইবে ?
(গ) বঙ্কিমদাদু কী বলেছেন?
(ঘ) কে সঙ্গীদের ডেকে আনবে ?
(৬) অনঙ্গের কী উপর দায়িত্ব আছে ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

ক। আগামী বাইশে শ্রাবণ, মঙ্গলবার, শঙ্করপুরে সঙ্গীতসভা বসবে।

খ। সবুজ সঙ্ঘের ছেলেমেয়েরা সঙ্গীতসভায় গান গাইবে।

গ। বঙ্কিমদাদু বলেছেন, প্রাঙ্গণের জঙ্গল সাফ করতে হবে।

ঘ। শশাঙ্ক সঙ্গীদের ডেকে আনবে।

ঙ। অনঙ্গের উপর ফুল-মালা দিয়ে প্রাঙ্গণ সাজানাের দায়িত্ব রয়েছে।

Similar questions