India Languages, asked by maxrahul381, 2 months ago

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামর্পদেরসম্পর্ককে বলে –

(ক) শব্দ বিভক্তি

(খ) কারক

(গ) অনুসর্গ

(ঘ) বিভক্তি

২। বিশেষ্য বা সর্বনাম পদের শেষে বিভক্তিযুক্ত পদকে

বলে –

(ক) নামপদ

(খ) শব্দপদ

(গ) ক্রিয়াপদ

(ঘ) যুক্তক্রিয়া

৩। নামপদ গঠন করে যে সব বিভক্তি হয় তাদের বলে—

(ক) ধাতু বিভক্তি

(খ) ক্রিয়াবিভক্তি

(গ) শব্দবিভক্তি

(ঘ) কোনোটি নয়

৪। ক্রিয়াপদকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া

যায় সেটি হয়

(ক) কর্মকারক

(খ) কর্তৃকারক

(গ) করণকারক

(ঘ) নিমিত্তকারক

৫ ক্রিয়াপদকে 'কী' দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া যায়--

(ক) করণকারক

(খ) কর্তৃকারক

(গ) কর্মকারক

(ঘ) নিমিত্তকারক

৬।ক্রিয়াপদকে‘ কীভাবে’ বা 'কীসের দ্বারা ' দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া যায়
(ক) কর্তৃকারক

(খ) কর্মকারক

(গ) নিমিত্তকারক

(ঘ) করণকারক

৭। ক্রিয়াপদকে ‘কী জন্য’ দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া

(ক) নিমিত্তকারক

(খ) করণকারক

(গ) কর্মকারক

(ঘ) কর্তৃকারক

৮। ক্রিয়াপদকে 'কোথা থেকে' দিয়ে প্রশ্নের উত্তরে

পাওয়া যায়

(ক) করণকারক

(খ) কর্মকারক

(গ) অপাদানকারক

(ঘ) অধিকরণকারক

৯। ক্রিয়াপদকে ‘কোথায়' দিয়ে প্রশ্নের উত্তরে পাওয়া

(ক) নিমিত্তকারক

(খ) করণকারক

(গ) কর্মকারক

(ঘ) অধিকরণকারক

১০। এ, কে, রে, তে, র – এগুলি হল

(ক) শব্দবিভক্তির চিহ্ন

(খ) ক্রিয়াবিভক্তির চিহ্ন

(গ) ধাতুবিভক্তির চিহ্ন

(ঘ) কোনোটি নয়

১১। ‘র’ টি কোন্ পদের চিহ্ন?

(ক) করণকারকের

(খ) নিমিত্তকারকের

(গ) সম্বন্ধপদের

(ঘ) কর্মকারকের

১২। বাক্যে যেসব পদে কোনো বিভক্তি চিহ্ন নেই

তাকে বলে

(ক) শূন্য বিভক্তি

(খ) পদবিভক্তি
(গ) অ-কারকবিভক্তি
ঘ) ধাতুবিভক্তি

১৩। বাংলায় কারক কয় প্রকার?
(ক) পাঁচ

(খ) চার

(গ) ছয়

(ঘ) সাত

১৪। যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে

শব্দকে বাক্যের ব্যবহারের যোগ্যতা দান করে তাকে বলে

(ক) বিভক্তি
(খ) ক্রিয়া

(গ) শব্দবিভক্তি

(ঘ) ধ�​

Answers

Answered by YuvrajSaborny
0

Answer:

1.খ

2.খ

3.ক

4.গ

5.গ

6.খ

7.ঘ

8.খ

9.গ

10.

11.ক

12.ঘ

13.গ

14.খ

Explanation:

Mark as brailliest please

Similar questions