কৌরব ও পান্ডব কারা ?
Answers
Answered by
4
Answer
প্রাচীনকালে হস্তিনাপুরে সান্তনু নামক এক মহারাজ ছিলেন। তাঁর ছিল দুটি স্ত্রী গঙ্গা এবং সত্যবতী। গঙ্গার পুত্র দেবব্রত ভীষ্ম। এবং সত্যবতীর ছিল দুটো পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের ছিল দুই স্ত্রী অম্বিকা ও অম্বালিকা। অম্বিকার পুত্রের নাম ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার পুত্রের নাম পান্ডু । ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম গান্ধারী। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর ছিল একশো জন পুত্র । তাদের একত্রে বলা হতো কৌরব।
এবং পান্ডুর দুটি স্ত্রী ছিল কুন্তী এবং মাদ্রী । কুন্তীর তিনটে পুত্র হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন। এবং মাদ্রীর দুজন পুত্র হলো নকুল ও সহদেব। পান্ডুর পাঁচ পুত্র কে একত্রে বলা হতো পান্ডব।
'মহাভারতের কাহিনী'
make me brainliest...
Similar questions