India Languages, asked by karmakargourav428, 2 months ago

হনুমানের লেজে কেন আগুন লাগিয়ে দিয়েছে আর পুরো লঙ্কা আগুন দিয়েছে​

Answers

Answered by sanatan17chakraborty
1

Answer:

কারণ হনুমান লঙ্কার রাজা, রাবণকে না জানিয়েই লঙ্কায় ঢুকে সীতাকে উদ্ধার করতে ঢুকে পড়েছিল। কিন্তু হনুমান ধরা পড়ে যায়। রাবণের পুত্র হনুমানকে ব্রহ্মাস্ত্র দিয়ে বন্দী করলো এবং দশাননের কাছে নিয়ে গেলো। রাবণ হনুমানকে মেরে ফেলার আদেশ দেয় কিন্তু শেষমেষ রাবণ হনুমানের লেজ পোড়ানোর সিদ্ধান্ত নেয়। হনুমানের লেজে আগুন লাগার সঙ্গে সঙ্গেই হনুমান ওই লেজের আগুন দিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দিল।

Similar questions