বিশেষণ করাে :
১ যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদবিষয়ে যথােপযুক্ত আনুকূল্য করি।
২ ‘এই বিপক্ষ শিবির-মধ্যে, আমা অপেক্ষা আপনকার ঘােরতর বিপক্ষ আর নাই।
৩ “আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বস্বান্ত হইলেও, অতিথির অনিষ্টচিন্তা করি না।
Answers
Answer:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
ইতিহাস
১. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো :
প্রতিষ্ঠান
জমিদার সভা
প্রতিষ্ঠাতা
সময়কাল
ভারত সভা
ইন্ডিয়ান লিগ
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থবুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
২.২ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। ২.৩ পাঞ্জাবে লালা লাজপত রাই-এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।
৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ):
৩.১ অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?
৩.২. ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল?
৪. নিজের ভাষায় লেখে (১২০-১৬০টি শব্দ):
বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও।
ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।
কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।