Geography, asked by banerjeesudeep656, 2 months ago

কৃষি জমি ও জলজ বাস্তুতন্ত্রের উপর অম্ল বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখ।​

Answers

Answered by shreyasetua09
2

Answer:

১) কৃষি জমি তে অম্ল বৃষ্টির ফলে মাটির গুনগত মান নস্ট হয়ে যায়

২) জলজ বাস্তুতন্ত্রে অম্ল বৃষ্টির প্রভাব খুব ই খারাপ।

অম্ল বৃষ্টির ফলে জলে অবস্থিত প্রানিরা অত্যাধিক লবনের কারনে মারা পর্যন্ত যেতে পারে।

Answered by payalchatterje
1

Answer:

অ্যাসিড বৃষ্টির কারণ – বৃষ্টির জলে অ্যাসিডের পরিমান বৃদ্ধি পেলে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। সাধারণত বায়ুমণ্ডলের অক্সিজেন ও ভাসমান ধূলিকনা গুলি জলের সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফার ডাই অক্সাইড সৃষ্টি করে। এছাড়া মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপ তথা জীবাশ্ম জ্বালানীর দহন, সালফার আকরিক থেকে সালফার নিষ্কাশন ও সিসা, দস্তা ও তামা নিষ্কাশনের চুল্লি থেকে সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে আবার বিভিন্ন নাইট্রোজেন ও সালফার ঘটিত অক্সাইড আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে। এছাড়া যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র ও ধাতু নিষ্কাশনে চুল্লি থেকে নির্গত নাইট্রোজেন বাতাসে মিশে যায়। এই ধরণের রাসায়নিক পদার্থ গুলি বাতাসে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে শিশির, তুষার ও বৃষ্টির জলের সাথে অ্যাসিড বৃষ্টি রূপে অধক্ষেপিত হয়।

কৃষি জমি ও জলজ বাস্তুতন্ত্রের উপর অম্ল বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব:– অ্যাসিড বৃষ্টির ফলে নিম্নলিখিত ক্ষতিকারক প্রভাব গুলি লক্ষ্য করা যায়। যথা –

১. কৃষি জমির উৎপাদন ক্ষমতার হ্রাস – অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন ধরণের শাক সবজি, আলু ও মটর শুটি জাতীয় শস্যের উৎপাদন ব্যাহত হয়।

২. জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি– অ্যাসিড বৃষ্টির ফলে ভূ-পৃষ্টীয় জলরাশি জল আম্লিক হয়ে ওঠে। ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্থ হয়।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions