Geography, asked by kuhusingh89811, 2 months ago

কোন মহাদেশ ভূমি রূপ পরিবর্তনের নদী ভুমিকা নাই

Answers

Answered by harib5730
0

Answer:

ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিক ভাবে ভূমিরূপের পরিবর্তন হয় তাকে ভূ-প্রক্রিয়া বলে। 

ভূ-প্রক্রিয়া তিনভাবে হতে পারে-

১. ধীর পরিবর্তন : এই পরিবর্তনের মধ্যে নগ্নীভবন অগ্নুৎপাত এবং অবক্ষেপণ নামক দুটো ভাগ থাকে। নগ্নীভবন অগ্ন্যুৎপাতের মাঝে বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ উল্লেখযোগ্য।

২. ধীর ও দ্রুত পরিবর্তন : এর মধ্যে ভূ-আলোড়ন উল্লেখযোগ্য।

৩. আকস্মিক পরিবর্তন : এর মধ্যে ভূমিকম্প উল্লেখযোগ্য।

Similar questions