খে) তােমার নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ৪ টি বাক্য লিখ (অঞ্চলটি
কেমন, জলবায়ু কেমন ইত্যাদি)।
)
Answers
Answered by
0
Answer:
I can't understand the language
type in English pls
Answered by
0
আজ নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশ হলো নিম্নরুপ -
- আমি কলকাতা শহরাঞ্চলে বসবাস করে অর্থাৎ এখানকার পরিবেশ আর যে কোন শহরের পরিবেশের মতনই।
- এই শহুরে পরিবেশে প্রাকৃতিক উপাদান খুব কম দেখতে পাওয়া যায়, অর্থাৎ বন-জঙ্গল,গাছপালা, প্রাকৃতিক জলাভূমি ইত্যাদির পরিমাণ এখানে অতি নগণ্য।
- এখানকার পরিবেশের প্রধান অঙ্গ হচ্ছে প্রাকৃতিক দূষণ, সে জলদূষণ হোক কিংবা বায়ুদূষণ,দূষণ এখানকার পরিবেশের অবিচ্ছেদ্য অঙ্গ।
- এখানকার জলবায়ু সারা বছর প্রায় গ্রীষ্ম ভিত্তিক, কেবলমাত্র বছরের শেষের কয়েকটি মাস যখন শীতকাল থাকে তখন গড় তাপমাত্রা কিছুটা কম থাকে।
Similar questions