বিদ্যবনিক কাকে কেনো বলা হয়
Answers
Answered by
0
Answer:
ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর ও বিদ্যাবণিক বলা হয়।
কারন:
বিদ্যা শব্দের অর্থ জ্ঞান, সাগর শব্দের অর্থ সমুদ্র আর বণিক শব্দের অর্থ সওদাগর। সুতরাং, বিদ্যাসাগর শব্দের অর্থ জ্ঞানের সাগর আর বিদ্যাবণিক শব্দের অর্থ জ্ঞানের সওদাগর। ঈশ্বরচন্দ্র জ্ঞান আহরণ করতেন বিধায় তাকে জ্ঞানের সাগর আর জ্ঞান বিতরণ করতেন বিধায় তাকে জ্ঞানের সওদাগর বলা হয়। মূলত তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন বিধায় তাকে বিদ্যাসাগর ও বিদ্যাবণিক উপাধি দেয়া হয়।
Similar questions