India Languages, asked by ishapal761, 2 months ago

বিসর্গ সন্ধি কাকে বলে? এই সন্ধি কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।​

Answers

Answered by Deepak55n
0

Answer:

বিসর্গ সন্ধি- পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদে ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনির সন্ধিকেই বলা হয় বিসর্গ সন্ধি।

বিসর্গ দুই প্রকার (১) স-জাত বিসর্গ ও (২) র-জাত বিসর্গ।

()স-জাত বিসর্গ- শব্দের শেষে ‘স’ স্থানে যে বিসর্গ হয় তাই স-জাত বিসর্গ।

যেমন- আশীস্ = আশীঃ, পুরস্ = পুরঃ, তেজস্ = তেজঃ, জ্যোতিস্ = জ্যোতিঃ, ধুনস্ = ধনুঃ, চক্ষুস্ = চক্ষুঃ।

(২) র-জাত বিসর্গ- পদের শেষে 'র'-এর স্থানে যে বিসর্গ হয় তাকে র-জাত বিসর্গ বলে।

যেমন- অন্তর = অন্তঃ, নির্ = নিঃ, পুনর্ = পুনঃ, প্রাতর্ = প্রাতঃ, স্বর = স্বঃ।

Similar questions