Social Sciences, asked by aashishdimri4625, 1 month ago

প্রাকৃতিক পরিবেশের কারনে অঞ্চল ভেদে যে পার্থক্য গুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখ

Answers

Answered by Anonymous
4

প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্য দেখা যায় তার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ -

  • জলবায়ুগত বৈশিষ্ট্য : কোন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ এই অঞ্চলের জলবায়ুকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম। অর্থাৎ কোন অঞ্চলে জলবায়ুগত বিভিন্ন রকমের বৈশিষ্ট্য সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের উপর অনেকাংশে নির্ভরশীল। এখন যেকোন মরুভূমি বিশিষ্ট প্রাকৃতিক অঞ্চলে আমরা উষ্ণ জলবায়ু দেখতে পাব আবার কোন পাহাড়ি অঞ্চল বিশিষ্ট প্রাকৃতিক অঞ্চলে আমরা শীতল জলবায়ু দেখতে পাবো। তাই প্রাকৃতিক পরিবেশ ভেদে আমরা জলবায়ুগত ভেদও দেখতে পাই।
  • জনবসতিগত বৈশিষ্ট্য : প্রাকৃতিক পরিবেশের কারণে আমরা অঞ্চল ভেদে বিভিন্ন জনবসতিগত বিভেদও দেখতে পাই। যেমন যে কোন অনুর্বর এবং উষ্ণ অঞ্চলে আমরা কম জনবসতি দেখতে পাই। সেরকমই কোন নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা ঘন জনবসতি দেখতে পাই।প্রাকৃতিক পরিবেশ ভেদে জনবসতির খাদ্যাভ্যাস পোশাক-আশাক এবং অন্যান্য জিনিস পত্রের মধ্যে তফাৎ দেখতে পাওয়া যায়।
Similar questions