Math, asked by saumenbhaduri, 2 months ago

একটা বড় পুকুরের চার কোণায় চারটে মন্দির আছে, আর মন্দির-সংলগ্ন পুকুরের পাড়ে চারটে ঘাটও আছে ৷ এক পুরোহিত রোজ পূজো করতে আসার সময়ই বহুদূরের এক ফুলগাছ থেকে একবারেই কিছু ফুল তুলে এনে ঐ মন্দিরগুলোতে পূজো করার আগে মন্দির-সংলগ্ন ঘাটের জলে প্রতিবারই পূজোর আগে হাতে থাকা সব ফুলগুলো ডুবিয়ে নিয়ে, কিছু সংখ্যক ফুল দিয়ে প্রতি মন্দিরেই পূজো করতেন ! প্রতি মন্দিরেই কিন্তু সমান সংখ্যক ফুল দিয়েই পূজো করতেন ! কিন্তু আশ্চর্যের আর মজার ব্যাপার হল ঘাটের জলে ফুল ডোবালেই প্রতিবারই ফুলের সংখ্যা হয়ে যেত দ্বিগুণ !! এই ব্যাপার লক্ষ্য করে পুরোহিত হিসেব করে এমন সংখ্যক ফুল তুলে আনতেন, আর এমন সংখ্যক ফুল দিয়ে পূজো করতেন যে, চারটে মন্দিরের পূজোর শেষে আর কোনও ফুলই অবশিষ্ট থাকতো না !!! অর্থাৎ চারটে মন্দিরের পূজোও শেষ, হাতের ফুলও শেষ ! প্রশ্ন হল, তিনি রোজ কটা ফুল তুলে আনতেন আর কটা করে ফুল দিয়েই বা প্রতি মন্দিরে পূজো করতেন ?​

Answers

Answered by Lovelymahima
34

Step-by-step explanation:

হাতে থাকা সব ফুলগুলো ডুবিয়ে নিয়ে, কিছু সংখ্যক ফুল দিয়ে প্রতি মন্দিরেই পূজো করতেন ! প্রতি মন্দিরেই কিন্তু সমান সংখ্যক ফুল দিয়েই পূজো করতেন ! কিন্তু আশ্চর্যের আর মজার ব্যাপার হল ঘাটের জলে ফুল ডোবালেই প্রতিবারই ফুলের সংখ্যা হয়ে যেত দ্বিগুণ !! এই ব্যাপার লক্ষ্য করে পুরোহিত হিসেব করে এমন সংখ্যক ফুল তুলে আনতেন, আর এমন সংখ্যক ফুল দিয়ে পূজো করতেন যে, চারটে মন্দিরের পূজোর শেষে আর কোনও ফুল

Answered by tk125405
4

Step-by-step explanation:

please help me I don't understand

Similar questions