India Languages, asked by somestock7, 30 days ago

প্রশ্ন ঝরনা সত্যেন্দ্রনাথ দত্ত ডাকে তোরে চিতল উত্তরণ সিন্ধু কার লেখা কোন কবিতার অংশ কে কাকে ডাকে কাকে কেন উত্তরোল বলা হয়েছে যাকে তাকে তার বর্ণনা দাও​

Answers

Answered by gamingayu76
1

Answer:

। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?

ক. ঝিঁঝির খ. পরীর গ. বুলবুলির ঘ. শালিকের

২। ‘একলা গাই, একলা ধাই,

দিবস রাত, সাঁঝ সকাল।’

—এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?

ক. প্রকৃতি চেতনা খ. সৌন্দর্যপ্রীতি

গ. ছুটে চলা ঘ. শঙ্কাহীন চিত্ত

৩। ‘ছন্দের রাজা’ কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সুকুমার রায়

গ. অক্ষয়কুমার ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

৪। নতুন ছন্দ নির্মাণে সত্যেন্দ্রনাথ দত্ত নৈপুণ্য দেখিয়েছেন বলে তাঁকে কী বলে অভিহিত করা হয়?

ক. ছন্দের রাজা খ. ছান্দসিক কবি

গ. ছন্দের সম্রাট ঘ. ছন্দের জনক

৫। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য?

ক. তীর্থরেণু খ. তীর্থ-সলিল

গ. ফুলের ফসল ঘ. কুহু ও কেকা

৬। ঝর্ণা কেবল কার গান গায়?

ক. শিলার খ. পাহাড়ের

গ. পরীর ঘ. ঝিঁঝিঁর

৭। কে চপল পায়ে ধায়?

ক. পরী খ. ঝর্ণা গ. বুলবুলি ঘ. পাহাড়

৮। সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য কোনটি?

ক. সবিতা খ. সন্ধিক্ষণ গ. তীর্থরেণু ঘ. হোমশিখা

৯। বিভোল কার সকল প্রাণ?

ক. ঝর্ণার খ. পাহাড়ের গ. পরীর ঘ. টগরের

১০। ঝর্ণা কিরূপ শিলার ওপর চরণ থোয়?

ক. শিথিল খ. ঝুম গ. বিজন ঘ. বিভোল

১১। ঝর্ণার মন কেমন?

ক. শিথিল খ. বিভোল গ. দোদুল ঘ. অচল

১২। কোথায় কুজন নেই?

ক. ঝুম-পাহাড়ে খ. শিলার ওপর

গ. বিজন দেশে ঘ. বনে-জঙ্গলে

১৩। ঝর্ণার কী নেই?

ক. সন্দেহ খ. শঙ্কা গ. লজ্জা ঘ. অনুভূতি

১৪। পায়ে নূপুর কোন ফুলের?

ক. টগর খ. গোলাপ গ. জবা ঘ. মাধবী

১৫। ঝর্ণা দুল দোলায়ে কী ভোলায়?

ক. প্রাণ খ. স্মৃতি গ. তৃষ্ণা ঘ. মন

১৬। ঝর্ণা উপল ঘায়ে কী দেয়?

ক. পুলক খ. তাল গ. ঝিলিক ঘ. সুর

১৭। টিলার কোথায় ডালিম ফাটে?

ক. গায়ে খ. পায়ে গ. ওপরে ঘ. নিচে

১৮। ঝর্ণা কার বোল সাধে?

ক. শালিকের খ. চড়ুইয়ের গ. বুলবুলির ঘ. ময়নার

১৯। কাকে পাতকুয়ায় যেতে বলা হয়েছে?

ক. যার জল স্যাঁচার গরজ খ. সুন্দরের তৃষ্ণা যার

গ. কণ্ঠতেই তৃষ্ণা যার ঘ. অঙ্গ যার ঝলমলে

২০। ‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় পথ,

Answered by moonmitra43
1

Answer:

ঝর্না কে কোন প্রানীর সঙ্গে তুলনা করা হয়েছে?

Similar questions