Science, asked by rajlaxmisaha55, 2 months ago

ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয়—তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও।​

Answers

Answered by aparnabasak30
4

Answer:

একশৃঙ্গ গন্ডার এর সংখ্যা বাড়ানোর জন্য অভয়ারণ্যের প্রয়োজন। কারণ তারা যেখানে থাকে সাভানা তৃণভূমি , সেসব জায়গা মনুষ্য নষ্ট করে দিচ্ছে , ঘরবাড়ি রাস্তা তৈরি করার জন্য । কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে 2048 একশৃঙ্গ গন্ডারের সংখ্যা। তাই আরো নতুন অভায়ারণ্য তৈরি করা দরকার।

মিষ্টি জলের উৎস তে কলকারখানার তরল অবাঞ্ছনীয় জিনিস মেশাতে সেটা দূষিত হয়। মানুষরাও কখনো কখনো নানারকম নোংরা জিনিস সেটা তে প্রবাহিত করে দেয় ।তাতেও এই মিষ্টি জলের উৎস দূষিত হয়।

Similar questions