সমবনধ পদ কে কারক বলা যায় কি না কারন সহ লেখ?
Answers
Answered by
4
Answer:
বাক্যের পদগুলোর সাধারণত হয় দুই রকমের কারক ও অকারক পদ।বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। কিন্তু বাক্যে অনেক সময় ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখেই , নামপদের সাথে বাক্যের অন্যদের সাথে সম্পর্ক থাকে। সে ক্ষেত্রে সেই পদটিকে কারক না বলে অকারক পদ বলা হবে।ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যের অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে।
Similar questions