ক) প্রমাণ করি যে , একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে , সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র।
Answers
Answer:
প্রশ্ন :-
ক) প্রমান করি যে, একটি সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, সামন্তরিকটি একটি বর্গাকার চিএ ।
উত্তর :-
ধরা যাক, ABCD সামান্তরিকের, কর্ণ AC = কর্ণ BD এবং কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে লম্বভাবে ছেদ করে অর্থাৎ,
∠AOB = ∠BOC = ∠COD = ∠DOA = 90°
প্রামাণ্য বিষয় :-
- ABCD একটি বর্গাকার চিএ।
প্রমাণ :-
- ∆AOB ও ∆AOD - র
OB = OD [ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্ধিখন্ডিত হয়]
∠AOB = ∠AOD [ = 90°]
OA সাধারণ বাহু
∴ ∆AOB ≌ AOD [S- A - S শর্তানুসারে]
∴ AB = AD [ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয় ]
আবার,
ABCD সামান্তরিক,
∴ AD = BC এবং AB = DC
∴ AB = BC = CD = DA
AC = BD
➪1/2 AC = 1/2 BD
➪ OA = OB
∴ ∠OBA = ∠OAB [ সমান বাহুদদ্বয়ের বিপরীত কোণগুলি সমান হয়]
একইভাবে দেখানো যায় ,
∠OAD = ∠ODA
এখন ∆ADB - র
∠BDA + ∠BAD + ∠ABD = 180°
➪ ∠ODA + ∠BAD + ∠OBA = 180°
➪ ∠OAD + ∠BAD + ∠OAB = 180°
➪ ∠BAD + (∠OAD + ∠OAB) = 180°
➪ ∠BAD + ∠BAD = 180°
➪ 2∠BAD = 180°
∴ ∠BAD = 90°
ABCD সামান্তরিকের AB = BC = CD = DA এবং ∠BAD = 90°
∴ ABCD একটি বর্গাকার চিএ।