Biology, asked by ssssa8556, 2 months ago

সপ্তম শ্রেণি
নীচের প্রশ্রগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
১. কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যােগাযােগ গড়ে ওঠে?
২. অবাক তাকায় চড়ুই পাখি’ – চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায় ?
৩. খােকন সগর্বে তার ড্রইং খাতাগুলাে নিয়ে এল।
- কার কাছে থােকন তার ড্রইং খাতাগুলাে নিয়ে এসেছে? তার গর্ববােধ করার কারণ কী?
৪. আলাউদ্দিন খিলজির মতাে দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা ।
৫. ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি ছন্দের প্রতি মনােযােগ দিতে বলেছেন কেন?
৬. ‘সেই শশাকে কালবৈশাখীর ঝড় উঠলাে আকাশে’ – উদ্ধৃতাংশে কোন্ শশাকের প্রসঙ্গ এসেছে?
৭. দাম’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
৮. একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।
Pa
বাংলা
সপ্তম শ্রেণি​

Answers

Answered by raginipandey1807
2

Answer:

please write in English we cannot understand

Answered by krishna210398
0

Answer:

নীচে দেওয়া সমস্ত উত্তর

Explanation:

  1. রামানন্দ চট্টোপাধ্যায় এর মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে ।
  2. তিনটি শালিক পাখি যখন নিজেদের মধ্যে ঝগড়া নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।
  3. খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর , তার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে.
  4. সম্রাট কুতুবুদ্দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিলেন। পৃথিবীর অন্য দেশ গুলি এমন মিনার তো দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি। কিন্ত আলাউদ্দিন খিলজি , কুতুবুদ্দীনের চেয়েও দ্বিগুন উঁচু মিনার তৈরির সাহস দেখিয়েছিলেন – এই প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন।
  5. কবি অজিত দত্ত ” ছন্দে শুধু কান রাখো ” কবিতায় ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন। কারণ ছন্দ আমাদের জীবনকে সহজ সরল পথে চলতে সাহায্য করে। তাই কবি আমাদের কান ও মন পেতে ছন্দ শুনতে বলেছেন।
  6. কুশের ভাষা আন্দোলনে বাংলার চার জন তেজস্বী যুবক প্রাণ হারান। এরা হলেন রফিক , সালাম , জব্বর এবং বরকত। এদের নির্মম ভাবে হত্যার পর সারা বাংলাদেশে শোকের ছায়া নেবে আসে। প্রতিবাদী ঝড় কালবৈশাখীর ঝড়ের মতো গর্জে ওঠে।
  7. গ্রীক শব্দ ‘ দ্রাক্ষমে ‘ থেকে সংস্কৃত  ‘ দ্রক্ষ ‘ শব্দটি এসেছে। ‘ দ্রক্ষ ‘ শব্দটা আবার পরিবর্তিত হয়ে ‘ দম্ম ‘ শব্দটি এসেছে। আর এই ‘ দম্ম ‘ শব্দটির প্রাকৃত রূপের মধ্য দিয়ে ‘ দাম ‘ শব্দটি এসেছে , যার অর্থ মূল্য।
  8. মিশ্র শব্দের উদাহরণ  হাটবাজার ( বাংলা + ফরাসি )।

#SPJ3

Similar questions