English, asked by dasmanab342, 2 months ago

‘উঠন্তি মুলাে পত্তনে চেনা যায়
প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করাে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
অষ্টম শ্রেণি
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
১.১ সেলুক ছিলেন গ্রিক সেনাপতি/গ্রিক সম্রাট/মুর সেনাপতি/আরব সেনাপতি
১.২ তােতাইয়ের চাই একটি—সবুজ টিয়া/সবুজ চারাগাছ/সবুজ জামা/চশমা।
১.৩ ‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী’—পঙক্তিটির রচিয়াতা মাইকেল মধুসূদন দ
গৌরদাস বসাক।
১,৪ ‘আলেম’ শব্দের অর্থ—প্রবর্তক/সর্বজ্ঞ/অভিযাত্রী/সহযাত্রী।​

Answers

Answered by JSP2008
1

বাংলা – অষ্টম শ্রেণি

১.১ সেলুকস ছিলেন

গ্রিক সেনাপতি।

১.২ তোতাইয়ের চাই একটি – সবুজ জামা।

১.৩ ‘বাঘের বিক্রম সম মাঘের হিমানী’ পঙক্তিটির রচয়িতা – কবি ভারতচন্দ্র।

১.৪ ‘আলেম’ শব্দের অর্থ – সর্বজ্ঞ।

১.৫ ‘মুরসেনাপতি’ শব্দে দলসংখ্যা তিন।

২.১ একে অপরের প্রতি হাত বাড়ালে সুখ পাওয়া যায়। তা নাহলে উভয়কেই নানান দ্বন্দ্বে ভুগতে হবে।

২.২ তাঁরা নিজের নিজের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও সংগ্রামকৌশল প্রভৃতি বিষয়ে গল্প করছিলেন।

Similar questions